আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ের কাছে বোমা বিস্ফোরণে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথের বাইরে বোমার বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছে।  এছাড়া এতে আহত হয়েছে অন্তত ২৭ জন।

শুক্রবার স্থানীয় সময় সকালে দক্ষিণ এশীয় দেশটির রাজধানীতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠীই এ হামলার দায় স্বীকার করেনি।

কাবুল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়ে ঢোকার অপেক্ষা করছিল, তখনই ওই বোমার বিস্ফোরণ ঘটে।

হাতবোমাটি ছোড়ার পরপরই একটি গাড়িতে আগুন ধরে যেতে দেখা যায় বলে এক প্রত্যক্ষদর্শী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।

পুলিশ ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় বিশ্ববিদ্যালয়ের একটি ফটকের কাছে থাকা আরেকটি বোমা নিস্ক্রিয় করেছে, বলেছেন কাবুল পুলিশের মুখপাত্র ফারামার্জ ফিরদাউ।

এ ঘটনার কয়েক ঘণ্টা আগে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের পুলিশ সদরদপ্তরের বাইরে দুটি গাড়ি বোমা হামলায় ১২ জন নিহত ও ৮০ জন আহত হয়।

তালেবান বিদ্রোহীরা ওই গাড়িবোমা হামলার দায় স্বীকার করেছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে