স্লো ওভার রেট : অধিনায়কদের সুখবর দিল আইসিসি

ক্রীড়া প্রতিবেদক

অধিনায়কদের সুখবর দিল আইসিসি
ছবি : ইন্টারনেট

ক্রিকেটে অধিনায়কদের এতদিন ধরে স্লো ওভার রেট বিষয়ক অপরাধের কারণে জরিমানার পাশাপাশি নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হতো। শুধু তাই নয়, দলের অন্যান্য খেলোয়াড়দের চেয়ে দ্বিগুণ জরিমানাই গুণতেন অধিনায়কেরা।

আইসিসির পরিবর্তিত নিয়মানুযায়ী আগামী ১ আগস্ট থেকে আর স্লো ওভার রেটের কারণে নিষেধাজ্ঞা পেতে হবে না অধিনায়কদের।

universel cardiac hospital

এমনকি দলের অন্যান্য খেলোয়াড়দের জরিমানাও করা হবে অধিনায়কের সমান, সেটি যতো স্লো ওভার রেটের যত বড় অপরাধই হোক না কেন।

তবে নিষেধাজ্ঞা উঠিয়ে দিলেও, একদম ছাড় দিচ্ছে না আইসিসি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোতে সময়ের চেয়ে যতো ওভার পিছিয়ে থাকবে দল, প্রতি ওভারের জন্য ২টি করে কম্পিটিশন পয়েন্ট কেটে রাখা হবে।

এদিকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। সেটি হলো মাথায় আঘাত পাওয়া ক্রিকেটারের বদলি খেলোয়াড় নামানো যাবে মাঠে।

এক্ষেত্রে দলের মেডিকেল পার্সনের রিপোর্টই মুখ্য হিসেবে ধরা হবে এবং পরিবর্তিত খেলোয়াড়ের খেলার ধরন একইরকম হতে হবে। অবশ্য এতে ম্যাচ রেফারির অনুমোদন থাকতে হবে

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে