সম্মেলনে অসুস্থ হয়ে জবি ছাত্রলীগ কর্মী ওয়াসীর মৃত্যু

ক্যাম্পাস প্রতিবেদক

সম্মেলনে অসুস্থ হয়ে জবি ছাত্রলীগ কর্মী ওয়াসীর মৃত্যু
ছবি : সংগৃহিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনে অসুস্থ হওয়ার পর সংগঠনের এক কর্মী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার দুপুর ৩টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন শুরু হয়।

জানা গেছে, এসএম ওয়াসী নামের ওই কর্মী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একাদশ ব্যাচের শিক্ষার্থী।

universel cardiac hospital

সংগঠনের কর্মীরা জানান, সম্মেলনে স্লোগান দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন ওয়াসী। দ্রুত তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে।

বিকাল সাড়ে পাঁচটার দিকে ওয়াসীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। সম্মেলনে উপস্থিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক শোভন ওই সময় ওয়াসী মারা যাননি বলে জানান। তবে সম্মেলন সমাপ্তির ঘোষণা দিয়ে দেন।

তিনি বলেন, আমরা দ্বিতীয় অধিবেশন করে কমিটি ঘোষণা করে দিতাম। কিন্তু আমাদের এক কর্মী স্ট্রোক করে ঢাকা মেডিকেলে ভর্তি থাকায় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করলাম। তাকে আমরা দেখতে যাব।

এর কিছুক্ষণ পর ওয়াসীর মৃত্যুর খবর নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল খান। তিনি বলেন, বিকাল পৌনে ৬টার দিকে ওয়াসী মারা যান।

ওয়াসীর মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেন, ময়না তদন্তের পরই তা জানা যাবে। বিষয়টি রমনা থানা পুলিশকে জানানো হয়েছে, তারাও তদন্ত করবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে