বাড্ডায় গণপিটুনিতে হত্যা : তিন আসামি ৪ দিনের রিমান্ডে

বিশেষ প্রতিবেদক

রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে তাসলিমা বেগম রেণু হত্যার ঘটনায় তিন জনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডের আসামিরা হলো−বাচ্চু, বাপ্পী ও শাহিন।

universel cardiac hospital

দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সোহরাব হোসেন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও অজ্ঞাতনামা আসামিদের খুঁজে বের করতে ১০ দিনের রিমান্ড আবেদন করে আসামিদের আদালতে হাজির করেন।

পরে আসামিপক্ষে আইনজীবী হারুন রশিদসহ অন্যরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। এরপর শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে জাফর নামে অপর এক আসামি আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা লিয়াকত আলী এসব তথ্য জানান।

উল্লেখ্য, গত শনিবার সকালে রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেণুকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। ওইদিন সকাল পৌনে ৯টার দিকে উত্তর বাড্ডা কাঁচাবাজারের সড়কে এ ঘটনা ঘটে। নিহত রেণুর স্বজনদের দাবি, মেয়েকে স্কুলে ভর্তি করাবে বলে খোঁজ নিতে বাড্ডার একটি স্কুলে গিয়েছিলেন রেণু এবং সেখানে গণপিটুনির শিকার হন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে