উচ্ছেদকৃত মালামাল দেড় কোটি টাকায় নিলাম

মহানগর প্রতিবেদক

উচ্ছেদকৃত মালামাল দেড় কোটি টাকায় নিলাম
ছবি : সংগৃহিত

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ঢাকা নদীবন্দর এলাকায় অব্যাহত উচ্ছেদ অভিযানের ৪৬তম দিনে উচ্ছেদকৃত মালামাল নিলামে বিক্রি করে প্রায় দেড় কোটি টাকা আদায় করেছে।

আজ সোমবার উচ্ছেদ অভিযানের চতুর্থ পর্বের চতুর্থ পর্যায়ের প্রথম দিনে বুড়িগঙ্গা নদীর মুন্সিখোলা থেকে আলীগঞ্জ খেলার মাঠ পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করে বিআইডব্লিউটিএ।

এ সময় দীর্ঘ দিন ধরে দখলদারদের দখলে থাকা নদী তীরভূমির প্রায় দুই একর জায়গা উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন। আর এই জায়গা উদ্ধার করতে ৪১টি স্থাপনা ভাঙতে হয়েছে।

উচ্ছেদকৃত স্থাপনার মধ্যে রয়েছে একটি দোতলা পাকা ভবন, পাঁচটি একতলা পাকা ভবন, ১৫টি আধাপাকা স্থাপনা ও ২০টি টিনের ঘর।

এসব স্থাপনা উচ্ছেদের পর তা নিলামের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হয়। নিলামে এক কোটি ৪৫ লাখ ৮০ হাজার টাকা এই মালামাল বিক্রি করা হয়েছে বলে জানান বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক।

আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে নদীর আলীগঞ্জ মাঠ থেকে ফতুল্লা, পঞ্চপটি, ধর্মগঞ্জ অভিমুখে নদীর উভয় তীরে অভিযান পরিচালিত হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে