রাজধানীর উত্তর বাড্ডায় ‘ছেলেধরা’ সন্দেহে নির্মম, নৃশংস গণপিটুনিতে প্রাণ হারানো তাসলিমা বেগম রেনুর (৪০) হত্যাকারীদের বিচার চেয়ে রাস্তায় নেমেছে তার শিশুকন্যা তুবা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর-রায়পুর সড়কে রেনুর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয়রা। এসময় শত মানুষের সঙ্গে রাস্তায় দাঁড়িয়েছে চার বছরের অবুঝ শিশু তাসনিম তুবাও।
- আরও পড়ুন, মিন্নির জামিন আবেদনের শুনানি ৩০ জুলাই
মানববন্ধনে দাঁড়িয়ে অবুঝ তুবা শুধু চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন-রায়পুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মারুফ বির জাকারিয়া, পৌর যুবলীগ নেতা হোসেন সরদার, তানভীর কামাল, স্বেচ্ছাসেবলীগ নেতা জাকির হোসেন প্রমুখ।