কঙ্গোর পূর্বাঞ্চলে ইবোলা আক্রান্ত এলাকায় হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

বেনিতে সন্দেহভাজন এডিএফ বিদ্রোহীদের হামলায় নিহতদের কবর -ছবি : রয়টার্স

কঙ্গোর পূর্বাঞ্চলে ইবোলা আক্রান্ত এলাকায় ইসলামপন্থি বিদ্রোহীদের দু’টি হামলায় ১২ জন নিহত হয়েছেন।

সোমবার বেনি অঞ্চলের দু’টি ছোট শহর এরিনগেতি ও ওইচায় একসঙ্গে হামলা দু’টি হয় বলে বেনির আঞ্চলিক প্রশাসক কাসেরেকা দুনা মঙ্গলবার জানিয়েছে। 

ইসলামপন্থি অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসের (এডিএফ) সন্দেহভাজন বিদ্রোহীরা হামলা দু’টি করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

হামলাকারীরা এরিনগেতিতে নয় জন ও ওইচায় তিন জনকে হত্যা করেছে বলে প্রশাসক দুনা জানিয়েছেন। বেনিভিত্তিক স্থানীয় এনজিও কর্মকর্তা জানভিয়ার কাসাহিরিয়োও একই তথ্য জানিয়েছেন।

দুনা বলেন, এই এলাকায় কঙ্গোলিজ সেনাবাহিনীর মজবুত অবস্থান থাকা সত্বেও এসব হামলার কারণে লোকজন খুব আতঙ্কিত হয়ে আছে।

জুন থেকে ইসলামিক স্টেট (আইএস) এডিএফের চালানো হামলাগুলোর দায় স্বীকার করে আসছে, কিন্তু এ দু’টি গোষ্ঠীর পারস্পরিক সম্পর্ক পরিষ্কায় নয়। এডিএফ কখনো আইএসের আনুগত্য দাবি করেনি, কিন্তু এডিএফের প্রভাবাধীন এলাকাগুলোকে তাদের ‘মধ্য আফ্রিকা প্রদেশ’ বলে বর্ণনা করছে আইএস।

কঙ্গোর এই বেনি অঞ্চলটিতেই ফের ইবোলার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। ইবোলায় এক হাজার ৭০০ জনের মৃত্যু হওয়ার পর গত সপ্তাহে জাতিসংঘ এই প্রাদুর্ভাবকে বৈশ্বিক জনস্বাস্থ্য সংকট হিসেবে ঘোষণা করেছে।  

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে