কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ২

সারাদেশ ডেস্ক

বন্দুকযুদ্ধ
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গাসহ দু’জন নিহত হয়েছেন। বিজিবির দাবি, নিহত দু’জন ইয়াবা ব্যবসায়ী ছিলেন।

নিহতরা হলেন- উখিয়া বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকে মোহাম্মদ ইসলামের ছেলে মো. কামাল (২২) ও হোয়াইক্যং নয়াপাড়ার আবুল শামার ছেলে হাবিবুর রহমান।

বুধবার ভোরে হ্নিলার নাফ নদী সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে এক লাখ পিস ইয়াবা ও দেশীয় তৈরি একটি বন্দুক উদ্ধার করা হয়।

এ ঘটনায় মফিজুর রহমান, উজ্জল হোসেন, ইমরান হোসেন নামে তিন বিজিবি সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি।

টেকনাফ-২ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,  হ্নীলা এলাকা সংলগ্ন নাফ নদী পার হয়ে ইয়াবার বড় একটি চালান বাংলাদেশে ঢুকবে- এমন গোপন খবর পেয়ে বিজিবির একটি দল সেখানে অভিযানে নামে। এ সময় কয়েকজন লোককে নাফ নদী পার হয়ে এপারে আসতে দেখে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাদের দাঁড়ানোর জন্য বলেন। পরে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এরপর বিজিবিও পাল্টা গুলি চালায়। গুলি থামালে ঘটনাস্থল ধেকে দুইজনের মরদেহ, ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে