আয়শা সিদ্দিকা মিন্নির সঙ্গে বরগুনা জেলগেটে গিয়ে আজ বুধবার দুপুরে দেখা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুর রহমান সোহাগ।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন মিন্নির নিযুক্ত বরগুনা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল বারী আসলাম।
অ্যাড. মাহাবুবুল বারী আসলাম জানান, আয়শা সিদ্দিকা মিন্নি শারীরিকভাবে অসুস্থ। তার হাঁটতে সমস্যা হচ্ছে। মিন্নি আইনজীবীদের জানিয়েছেন, তাকে নির্যাতন ও ভয় দেখিয়ে পুলিশ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করেছে। মিন্নি তার জবানবন্দি প্রত্যাহার করতে চায়। তার নিযুক্ত আইনজীবী মাহবুবুল বারী আসলাম, মিন্নিকে জবানবন্দি প্রত্যাহারের পদ্ধতির বিষয়ে অবগত করেন।
- উন্নয়নকে বাধাগ্রস্ত করতে গুজব ছড়ানো হচ্ছে : আইজিপি
- ২০২০ সালের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর চায় জাপান
রিফাত হত্যা মামলায় এ পর্যন্ত ১৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। প্রধান আসামি নয়ন বন্ড ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। মামলার এজাহারভুক্ত ১২ আসামির মধ্যে এখনও চারজনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।