‘শিগগিরই আসছে মশা মারার কার্যকর ওষুধ’

বিশেষ প্রতিবেদক

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শিগগিরই মশা মারার কার্যকর ওষুধ আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বুধবার সচিবালয়ে ঈদুল আযহার প্রস্তুতি, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক সংস্কার ও সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে ডেঙ্গু জ্বরের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করেছে, ঢাকার বাইরেও ডেঙ্গু ছড়িয়ে পড়ছে, প্রাণহানি ঘটছে। হাসপাতালে নতুন রোগী মানেই হচ্ছে ডেঙ্গু। এ বিষয়ে দুই মেয়রের সাথে আলাপ হয়েছে। তারা সচেতনতার বিষয়ে ক্যাম্পেইন বিল্ড আপ করছেন, বিভিন্ন জায়গার বৈঠক করছেন।

মশা নিধনের ওষুধের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের বরাত দিয়ে মন্ত্রী বলেন, যে ওষুধ আছে তা অনেকটা অকার্যকর।… কার্যকর ওষুধ আনার জন্য আমরা চেষ্টা করছি। স্বাস্থ্যমন্ত্রীকে বলেছি, জরুরি ভিত্তিতে নিয়ে আসতে। ওধুষ প্রতিবেশী দেশেও আছে। পরামর্শ দিয়েছি যত দ্রুত আনা যায়।

ঢাকার দুই মেয়র আগে থেকে সচেতন হলে পরিস্থিতি মোকাবেলা সম্ভব হত কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, জনস্বার্থের কথা বিবেচনা করে তাদের কার্যক্রম জোরদার করে দায়িত্বশীল হতে বলেছি।

গুজব রটিয়ে গণপিটুনির ঘটনা প্রতিরোধে সরকার কঠোর অবস্থান নিয়েছে জানিয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দলীয়ভাবে সভা-সমাবেশ করে জনগণকে সতর্ক ও সচেতন করতে নির্দেশ দেওয়া হয়েছে। সংসদ সদস্যদেরও তাদের এলাকায় গিয়ে সভা সমাবেশ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে চীফ হুইপের মাধ্যমে।

দেশে গুজবের হুজুগ নতুন নয় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্র চক্রান্তের বিষয় কিনা গভীরভাবে খতিয়ে দেখছি।

বন্যা পরিস্থিতি সামগ্রিকভাবে উন্নতির দিকে থাকলেও কিছু কিছু জায়গায় অবনতি ঘটছে জানিয়ে তিনি বলেন, মধ্যাঞ্চলে আরো প্লাবনের অবস্থা রয়েছে। হাইওয়ে ছাড়া জেলা সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

‘ঈদের এক সপ্তাহ আগে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামত কাজ সম্পন্ন করার নির্দেশনা দিয়েছি। জেলা সড়ক নিয়ে চিন্তা করছি।’

ঢাকাসহ সারা দেশে লাইসেন্স নিয়ে ফিটনেস নবায়ন না করা চার লাখ ৭৯ হাজার ৩২০টি গাড়ির ফিটনেস নবায়নের জন্য দুই মাস সময় বেঁধে দিয়েছে হাই কোর্ট।

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা বিআরটিএ আগেই নির্দেশনা দিয়েছি, কর্মপরিকল্পনা তৈরি করে প্রয়োজনে ছুটির দিনেও কাজ করতে হবে। ফিটনেস নবায়নে সপ্তাহে ৬ দিন কাজ করবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে