‘মিন্নি কারাগারে মানসিকভাবে চাপে আছেন’

বরগুনা প্রতিনিধি

মিন্নি
ফাইল ছবি

‘মিন্নি তেমন কোনো গুরুতর অসুস্থ নন, একটু শারীরিক ব্যাথা বেদনা থাকতে পারে। এত বড় একটা ঘটনা ঘটে গেল তাই মানসিকভাবে একটু চাপে আছেন। ভয়ের কিছু নেই, দুশ্চিন্তা করার কিছু নেই। তিনি ভালো আছেন।’

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী থেকে আসামি বনে যাওয়া রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির চিকিৎসায় শুক্রবার সকালে জেল হাজতে যাওয়া বরগুনা সিভিল সার্জনের প্রতিনিধি চিকিৎসা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান এসব কথা বলেন।

মিন্নিকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে কিনা- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ডা. হাবিবুর রহমান বলেন, না তেমন কোনো কিছু দেখা যায়নি। তাছাড়া মিন্নিও তেমন কিছু বলেননি। তবে তার একটু ঘুম কম হচ্ছে। সকালে যেহেতু জেলাখানার কিছু নিয়মকানুন আছে, সেহেতু সকালবেলা তিনি ঘুমাতে পারেন না। আমরা কারা কর্তৃপক্ষকে অনুরোধ করেছি তিনি যতটুকু বিশ্রাম নিতে চান তা যেন নিতে পারেন। জেল কর্তৃপক্ষও সেটা দেখবেন বলে জানিয়েছেন।

ডা. হাবিবুর রহমান আরো বলেন, আমাদের সঙ্গে নারী চিকিৎসকও ছিলেন। মিন্নির পরিবারের দুশ্চিন্তার কোনো কারণ নেই। মিন্নিকে বাইরের উন্নত চিকিৎসা দেওয়ার দাবি মিন্নির পরিবারের- এ প্রসঙ্গে ডা. হাবিবুর রহমান বলেন, আমাদের কাছে তেমনটি মনে হয়নি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে