টেস্টে ৩৮ রানে অলআউট আয়ারল্যান্ড

ক্রীড়া ডেস্ক

আয়ারল্যান্ড
আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের উইকেট শিকারের পর ক্রিস ওকসের উচ্ছ্বাস।

ইংল্যান্ডকে ৮৫ রানে অলআউট করার পর নিজেরাই ৩৮ রানে প্যাকেট আয়ারল্যান্ড। টেস্ট মর্যাদা পাওয়ার পর মাত্র তৃতীয় ম্যাচ খেলতে নেমে বাজে রেকর্ড গড়েছে আইরিশরা।

টেস্ট ক্রিকেটে সর্বনিম্ম দলীয় রান সংগ্রহের দিক থেকে আয়ারল্যান্ড আছে সপ্তম পজিশনে। ২৬ রানে অলআউট হওয়ার বাজে রেকর্ড গড়েছে নিউজির্লান্ড। ১৯৫৫ সালে তারা ইংল্যান্ডের বিপক্ষে এমন লজ্জায় পড়েছিল।

universel cardiac hospital

তবে ৩০, ৩০, ৩৫ রানে ইংল্যান্ডের বিপক্ষে তিনবার। আর ৩৬ রানে অস্ট্রেলিয়ার বিপক্ষে অলআউটের বাজে রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। আবার সেই অস্ট্রেলিয়াই আবার ১৯০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৬ রানে অলআউট হওয়ার লজ্জায় পড়েছিল।

নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার পর চতুর্থ দল হিসেবে চল্লিশ রানের নিচে অলআউট হওয়ার বাজে রেকর্ড গড়ল টেস্টের নবাগত দল আয়ারল্যান্ড।

ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহ্যবাহী লর্ডস স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরা ৮৫ রানে অলআউট হয়। আয়ারল্যান্ডের হয়ে মাত্র ১৩ রানে ৫ উইকেট শিকার করেন টিম মুরতাগ। ৩২ রানে ৩ উইকেট শিকার করেন মার্ক অ্যাদার।

জবাবে ব্যাটিংয়ে নেমে অ্যান্ডি আল বেরনির ফিফটির সাহায্যে ২০৭ রান করে আয়ারল্যান্ড। ১২২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে জ্যাক লিচির ৯২ ও জো ডেনলির ৭২ রানের ইনিংসের ভর করে ৩০৩ রার করে সদ্য বিশ্বকাপজয়ী দল ইংল্যান্ড।

১৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে ক্রিস ওকস ও স্টুয়ার্ড ব্রডের গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হায়ে ১৫.৪ ওভারে ৩৮ রানে অলআউট আয়ারল্যান্ড। ইংল্যান্ডের হয়ে ক্রিস ওকস ৭.৪ ওভারে ১৭ রানে ৬ উইকেট শিকার করেন। ৮ ওভারে ১৯ রানে ৪ উইকেট নেন স্টুয়ার্ড ব্রড।

১৪৩ রানের জয় পায় ইংল্যান্ড।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে