‘মুক্তিযোদ্ধাদের চিকিৎসার সব দায়িত্ব নেবে সরকার’

নিজস্ব প্রতিবেদক

আ ক ম মোজাম্মেল হক
ফাইল ছবি

মুক্তিযোদ্ধাদের চিকিৎসার সব দায়িত্ব সরকার নেবে, এ জন্য দেশের বিভিন্ন হাসপাতালে টাকা দেওয়া হয়েছে। বিনামূল্যে ওষুধও দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শুক্রবার দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন ও মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

universel cardiac hospital

মোজাম্মেল হক বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী বছর জুলাই থেকে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ১৫ হাজার টাকা করা হবে। এর বাইরেও মুক্তিযোদ্ধারা বিভিন্ন উৎসব ভাতা পাবেন।

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে আলফাডাঙ্গা উপজেলা হলরুমে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সালাহউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রকল্প পরিচালক আব্দুল হাকিম, ফরিদপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী কে এম ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান, সাবেক জেলা কমান্ডার ফয়েজ আহম্মেদ ও উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে