ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে ৩ কলেজছাত্র নিখোঁজ

ডেস্ক রিপোর্ট

ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

ঢাকার সাভারে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিন ছাত্র নিখোঁজ হয়েছে।

সাভার থানার এসআই নূরুল ইসলাম জানান, ব্যাংক টাউন পশ্চিমপাড়া এলাকায় সেতুর কাছে শনিবার বেলা দেড়টার দিকে তারা নিখোঁজ হওয়ার পর উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের লোকজন।

universel cardiac hospital

নিখোঁজ তিন ছাত্র হলেন ওই প্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র রাজন, মেহেদী ও আকাশ।

তাদের সহপাঠী কিবরিয়া সাংবাদিকদের বলেন, সকালে তারা ১২ সহপাঠী সাভারে অপর সহপাঠী আকাশদের বাড়িতে বেড়াতে যান। সেখানে বেলা দেড়টার দিকে তারা আকাশদের বাড়ির কাছে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামেন।

তিনি জানান, অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও পাঁচজন স্রোতে ভেসে যায়। আমারা চিৎকার দিলে আশপাশের লোকজন এসে দু্ইজনকে উদ্ধার করে স্থানীয় সেবা ক্লিনিকে ভর্তি করায়। কিন্তু রাজন, মেহেদী ও আকাশ ভেসে যায়।

ঘটনাস্থলে গিয়ে ওই নদীতে বেশ স্রোত দেখা গেছে।

তাদের অপর সহপাঠী হাসিব ও জিহাদ জানান, সকালে তাদের কলেজে যেতে দেরি হয়। কলেজের ফটক বন্ধ হয়ে যাওয়ায় ১২ শিক্ষার্থী ভেতরে ঢুকতে না পেরে সাভারে আকাশদের বাড়িতে বেড়াতে যান। তারপর তারা নদীতে গোসল করতে নামেন।

আকাশ ছাড়া অন্য সবার বাসা ঢাকায় বলে তারা জানান।

সাভার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা লিটন আহমেদ বলেন, তিনজন নিখোঁজ রয়েছেন। ডুবুরিরা তাদের উদ্ধারে অভিযান শুরু করেছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে