হারের সঙ্গে জরিমানাও গুণছে তামিম-মুশফিকরা

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ
বাংলাদেশ। ছবি: এএফপি

প্রেমাদাসায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে হারের সঙ্গে জরিমানার দুঃখ পেতে হলো বাংলাদেশ দলকে। স্লো ওভার রেটের কারণে তামিম ইকবালদের জরিমানা করেছে আইসিসি।

নির্ধারিত সময়ের হিসাবে দুই ওভার কম করায় আইসিসি ম্যাচ রেফারির এলিট প্যানেলের সদস্য ক্রিস ব্রড এ জরিমানা করেন।

universel cardiac hospital

আইসিসির আচরণবিধির ২. ২২ অনুচ্ছেদ অনুযায়ী স্লো রেটের জন্য ওভার প্রতি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা দিতে হবে। ফলে দুই ওভারের জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা দিতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের।

তবে দলের অধিনায়ক তামিমকে দিতে হবে দ্বিগুণ অর্থাৎ ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা। বাংলাদেশের অধিনায়ক দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক কোনো শুনানির দরকার হচ্ছে না।

গতকাল কলম্বোর প্রেমাদাসায় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৯১ রানে হেরেছে বাংলাদেশ। লঙ্কানদের বিজয়ের রঙে রঙিন হয়েছে মালিঙ্গার বিদায়। ৩১৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশের ইনিংস থেমে গিয়েছে ২২৩ রানে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে