ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক প্রথম বর্ষ ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হবে ৪-৮ নভেম্বর। ভর্তির আবেদন ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ১ অক্টোবর পর্যন্ত।
পরীক্ষার ফল প্রকাশিত হবে ১৫ নভেম্বর। মেধা ও অপেক্ষমান মেধার ভর্তি চলবে ৩০ নভেম্বর হতে ২৩ ডিসেম্বর পর্যন্ত। ক্লাস শুরু হবে ১১ জানুয়ারি।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভাকক্ষে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হবে। অনুমোদন পেলে চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আবদুল লতিফ। এ ছাড়া এ বছর থেকেই কলা অনুষদের অধীনে চারুকলা বিভাগ চালু হবে।
জানা গেছে, এ বছর ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা, কলা, সামাজিকবিজ্ঞান ও আইন,ব্যবসায় প্রশাসন এবং বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি এবং জীববিজ্ঞান অনুষদভুক্ত মোট ৪টি ইউনিটের অধীনে ৩৪টি বিভাগে ২ হাজার ৩০৫ জন পরীক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
পরীক্ষায় ১২০ নম্বরের মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ৬০ নম্বর, নৈর্ব্যক্তিক লিখিত থাকবে ২০ নম্বর এবং এসএসসি/সমমান এবং এইচএসসি/ সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ভিত্তিতে থাকবে (২০+২০)= মোট ৪০ নম্বর।
কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. রাশিদ আসকারীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড.সেলিম তোহা, অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্টসহ ভর্তি কমিটির সদস্যবৃন্দ।