ডেঙ্গু : হাসপাতাল পরিদর্শনে নামছে স্বাস্থ্য অধিদফতরের ১০ টিম

ডেস্ক রিপোর্ট

হাসপাতাল পরিদর্শনে নামছে স্বাস্থ্য অধিদফতরের ১০ টিম
ছবি : সংগৃহিত

রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন বহুসংখ্যক রোগী। এ অবস্থায় রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদফতরের ১০ মনিটরিং টিম বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করবেন।

আজ রবিবার থেকে মাঠে নামছে স্বাস্থ্য অধিদফতরের ১০ মনিটরিং টিম।

জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এ মনিটরিং টিম এখন থেকে প্রতিদিন সরেজমিন বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করবেন।

চলতি বছরে সর্বোচ্চ ১০ হাজার ৫২৮ জন ডেঙ্গু রোগী সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন, যা একটি রেকর্ড বলেই মনে করছেন সংশ্লিষ্টরা ।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ গণমাধ্যমকে ১০টি মনিটরিং টিম গঠনের এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্বাস্থ্য অধিদফতর থেকে ডেঙ্গু রোগের চিকিৎসায় যে গাইডলাইন প্রদান করা হয়েছে তা সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কি না তা দেখবে মনিটরিং টিম। প্রতিটি টিমে কমপক্ষে তিনজন করে কর্মকর্তা থাকবেন।’

সাধারণ রোগীদের সুবিধার্থে সরকারি ও বেসরকারি হাসপাতালে রোগীরা যেন চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা বিনামূল্যে কিংবা কম খরচে করতে পারেন সে উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য অধিদফতর। ইতোমধ্যে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু টেস্ট বিনামূল্যে করতে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে