ডেঙ্গু : সচেতনতা বাড়াতে মাঠে নামছেন তারকারা

বিনোদন ডেস্ক

ডেঙ্গু : সচেতনতা বাড়াতে মাঠে নামছেন তারকারা
ছবি : সংগৃহিত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ডেঙ্গু প্রতিরোধে রাজপথে মানববন্ধন করতে যাচ্ছে।

আজ সোমবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়েন কর্পোরেশনের (বিএফডিসি) সামনে ডেঙ্গু সচেতনতায় মানব বন্ধন করবে এই সংগঠনটি।

universel cardiac hospital

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, সোমবার সকাল ১১টায় এফডিসির গেটে শিল্পী সমিতির পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে মানববন্ধন করব আমরা।

আশা করছি সমিতির কার্যনির্বাহী সদস্যদের পাশাপাশি বাকি শিল্পীরাও এই আয়োজনে অংশ নেবেন। সেই সঙ্গে চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্যান্য সংগঠনের সদস্যদেরও মানববন্ধনে অংশ নেয়ার আহ্বান জানাচ্ছি।

ডেঙ্গু প্রায় মহামারীর আকার ধারণ করেছে। অভিনয় শিল্পী সংঘও এ সমস্যার সমাধানে মাঠে নামছে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে জনসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে অভিনয় শিল্পী সংঘ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর সঙ্গে যৌথভাবে আগামী ১ আগস্ট ২টি পৃথক কর্মসূচী পালন করবে।

অভিনয় শিল্পী সংগের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম জানান, ১ আগস্ট উত্তরা ৭ নম্বর সেক্টর কাবাব ফ্যাক্টরীর সামনে সকাল ১০টায় ও উত্তরা ৪ নাম্বার সেক্টর রেল লাইনের পাশে সকাল সাড়ে ১১টায় নানা কর্মসূচী পালন করবে তারা।

নাসিম এ কর্মসূচি সফল করতে অভিনয় শিল্পী সংঘের সকল অভিনয় শিল্পীদের উপস্থিত থাকার অনুরোধ করেছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে