প্রতিষ্ঠার ৪১ বছর পর ইবিতে চারুকলা বিভাগ চালু

ক্যাম্পাস ডেস্ক

ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

প্রগতিশীল বিভিন্ন ছাত্র ও শিক্ষক সংগঠনের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠার দীর্ঘ ৪১ বছর পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চালু হলো চারুকলা বিভাগ।বর্তমান উপাচার্য দায়িত্ব গ্রহণের পর একই দাবি জানিয়ে আসছিল ইবি প্রেসক্লাবের সদস্যরা।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক হারুন-উর রশিদ আসকারী বলেন, ‘এ বিভাগে ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে ৩০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে চারুকলা বিভাগে। বিভাগটি কলা অনুষদের অন্তর্ভুক্ত থাকবে।’

তিনি বলেন, বর্তমান প্রশাসন দায়িত্ব নেয়ার পরে যুগের চাহিদা ও সময়োপযোগী বেশ কিছু বিভাগ ইতোমধ্যে চালু করা হয়েছে। ওইসব বিভাগে সেরা মেধাবীদের বাছাই করে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

উপাচার্য বলেন, ‘চারুকলা বিভাগ চালু করা আমারও স্বপ্ন ছিল। আশা করি, বিভাগটি বিশ্ববাদ্যালয়ে ক্রিয়েটিভ কিছু করবে এবং ক্যাম্পাসে প্রগতিশীলতা ও সংস্কৃতি চর্চায় তারা অগ্রণী ভুমিকা পালন করবে।’

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ বলেন, ‘চারুকলা, নাট্যকলা এবং সঙ্গিত বিভাগ হলো একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ। কিন্তু ক্যাম্পাসে দীর্ঘকাল প্রতিক্রিয়াশীলদের রাজত্ব থাকায় এসব বিভাগ চালু হতে পারেনি। তবে ছাত্রলীগ দীর্ঘদিন থেকে এসব বিভাগ চালুর দাবি জানিয়ে আসছে। চারুকলা বিভাগের মাধ্যমে ক্যাম্পাসে সাংস্কৃতিক অঙ্গনে নতুন জোয়ার আসবে বলে আমার বিশ্বাম।’

তিনি বলেন, ‘প্রশাসনের কাছে বাকি বিভাগগুলোও দ্রুত চালুর দাবি জানচ্ছি। তাহলেই কেবল বিশ্ববিদ্যালয়টি পূর্ণতা পাবে।’

জানা গেছে, ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে ইবিতে চালু হচ্ছে চারুকলা বিভাগ। এটি বিশ্ববিদ্যালয়ের ৩৪ তম বিভাগ হিসেবে যাত্রা শুরু করবে। ইতোমধ্যে নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ হয়েছে।

আগামী ৪ থেকে ৮ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যাবে।

এ বছর চারুকলা বিভাগসহ ৩৪টি বিভাগে মোট ২৩০৫ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে