যুক্তরাষ্ট্রে রসুন উৎসবে হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে রসুন উৎসবে হামলায় নিহত ৩
যুক্তরাষ্ট্রে রসুন উৎসবে হামলায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে রসুন উৎসবে এক বন্দুকধারীর গুলিতে ঘটনাস্থলে তিনজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন।

পরে পুলিশের গুলিতে ওই হামলাকারীও নিহত হন বলে খবর পাওয়া গেছে। সিএনএন ও বিবিসির।

universel cardiac hospital

স্থানীয় সময় রোববার বিকালে তিন দিনব্যাপী ওই মেলার (গার্লিক ফেস্টিভ্যাল) শেষ দিন এ হামলার ঘটনা ঘটে।

ক্যালিফোর্নিয়ায় এ গার্লিক ফেস্টিভ্যাল বা রসুন উৎসব শুরু হয় ১৯৭৯ সালে। এটিকে বিশ্বের বৃহত্তম গ্রীষ্মকালীন খাবার উৎসব হিসেবে বিবেচনা করা হয়।

এ উৎসব থেকে স্থানীয় স্কুল, দাতব্য সংস্থা ও বেসরকারি সংস্থাগুলোর জন্য তহবিল সংগ্রহ করা হয়ে থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হামলা থেকে বাঁচতে লোকজন দৌড়ে মেলা প্রাঙ্গণ থেকে পালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে পেছন থেকে বিকট শব্দ শোনা যাচ্ছে। এক নারী বলছিলেন, এখানে কী হচ্ছে? গার্লিক ফেস্টিভ্যালে আবার কে গুলি চালাবে?

গার্লিক ফেস্টিভ্যালে হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আহতদের উদ্ধারে ছুটে যায় অ্যাম্বুলেন্স।

প্রত্যক্ষদর্শী ১৩ বছরের শিশু ইভেনি রেয়েস সংবাদমাধ্যমকে বলেন, প্রথমে ভেবেছিলাম উৎসবে হয়তো আতশবাজির শব্দ হচ্ছে। তবে কিছুক্ষণ পর একজনের পায়ে গুলির চিহ্ন দেখতে পাই। একটি শিশুকে মাটিতে পড়ে থাকতে দেখেছি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে