সাভারে ডেঙ্গুতে মুদি দোকানির মৃত্যু

ডেস্ক রিপোর্ট

ঢাকার সাভারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে।

এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের আইসিইউতে দায়িত্বরত চিকিৎসক রেজাউল করিম জানান, সোমবার দুপুরে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জুয়েল মাহমুদ নয়নের (৩৮) মৃত্যু হয়।

universel cardiac hospital

তিনি জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নয়নের মৃত্যু হয়েছে। একই হাসপাতালে আরেকজন শিশুর অবস্থা গুরুতর।

নয়ন ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের জলিল উদ্দিনের ছেলে। তিনি মুদি দোকানদার ছিলেন।

নয়নের স্ত্রী রুপালী আক্তার বলেন, শনিবার জ্বর নিয়ে ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান নয়ন। সেখানে পরীক্ষার পর ডেঙ্গু নিশ্চিত হয়ে বেড না পেয়ে পরদিন রোববার তিনি সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

রেজাউল করিম বলেন, হাসপাতালে মুমূর্ষু অবস্থায় আইসিইউতে হাজেরা (১০) নামের এক শিশু ভর্তি রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ১২ হাজার ছাড়িয়েছে। সাভারের নয়ন ছাড়া এ পর্যন্ত বেসরকারি হিসাবে ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে