বরিশালে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

সারাদেশ ডেস্ক

এডিস মশা
ফাইল ছবি

বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে।

সোমবার মধ্যরাতে তাদের মৃত্যু হয়। ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর ঘটনা বরিশালে এই প্রথম।

মৃত ব্যক্তিরা হলেন- বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের আসলাম খান (২৪) ও পিরোজপুরের কাউখালী পৌর শহরের সোহেল (১৮)।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, তারা দু’জন ঢাকায় থাকতেন। সেখানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর যথাযথ চিকিৎসা না নিয়ে নিজ নিজ গ্রামের বাড়িতে চলে আসেন। শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার রাত সাড়ে ৯টায় আসলামকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। রাত সোয়া ৩টার দিকে তার মৃত্যু হয়। আর সোহেলকে স্বজনরা রাত দেড়টার দিকে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। তার মৃত্যু হয় ভোর পৌনে ৪টায়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে