রাজধানীতে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

এডিস মশা
ফাইল ছবি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে আরও একজনের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া রোগীর নাম মোহাম্মদ লিটন (২৭)। ঢাকার ওয়ারীতে থাকতেন। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া গ্রামের মজিদ হাওলাদারের ছেলে। ২৫ বছর বয়সী লিটন গত ২৭ জুলাই থেকে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। সোমবার থেকে তার মধ্যে শক সিনড্রোমের উপসর্গ দেখা দেয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসকরা লিটনকে মৃত ঘোষণা করেন বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই  আবদুর রহমান খান জানান।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) নাছির উদ্দীন সাংবাদিকদের বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোহাম্মদ লিটন মারা গেছেন। এ নিয়ে ঢামেক হাসপাতালে চলতি মাসে ডেঙ্গু জ্বরে মারা যাওয়া মানুষের সংখ্যা নয় হলো। সোমবার পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৯৩ জন ভর্তি রয়েছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে