১ আগস্ট থেকে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ

বিশেষ প্রতিবেদক

সিএনজি ফিলিং স্টেশন

ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১ আগস্ট থেকে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন। দেশের সব সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস রিফুয়েলিং কার্যক্রম পরিচালনায় এ সিন্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

universel cardiac hospital

এর আগে ঈদের আগের সাত দিন এবং পরের তিন দিন (মোট ১০ দিন) সিএনজি (ফিলিং) স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখতে অনুরোধ করেছিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

গত ২২ জুলাই সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেছিলেন, ঈদের আগের সাত দিন এবং পরের তিন দিন (মোট ১০ দিন) সিএনজি (ফিলিং) স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন সড়ক-মহাসড়কে ভারি যান চলাচল বন্ধ থাকবে। পচনশীল দ্রব্য, গার্মেন্ট ও ওষুধবাহী যানবাহন যথারীতি চলবে।

গ্যাস র‌্যাশনিংয়ের সুবিধার্থে এখন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ সংশ্লিষ্ট সরকারি কম্পানিগুলো বন্ধ রাখছে বলেও জানানো হয়েছিল সংবাদ সম্মেলনে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে