নির্বাচন কমিশনে (ইসি) সংসদের বিরোধী দল জাতীয় পার্টি তাদের আয়-ব্যয়ের হিসাব বিবরণী দাখিল করেছে। আজ বুধবার দুপুরে ২০১৮-২০১৯ অর্থবছরের হিসাব জমা দেয়া হয় দলের পক্ষ থেকে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন এবং কেন্দ্রীয় সদস্য লিটন মিয়াজী নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব বিবরণী জমা দেন।
২০১৮-২০১৯ অর্থবছরে জাতীয় পার্টির আয় হয়েছে ১ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার এবং ব্যয় হয়েছে ১ কোটি ২০ লাখ ২৬ হাজার টাকা।
গতকাল একইভাবে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি, ক্ষমতাসীন আওয়ামী লীগও আজ তাদের হিসাব বিবরণী জমা দিয়েছে।
প্রসঙ্গত, রাজনৈতিক দলগুলো আয়-ব্যয়ের হিসাব দেয়ার শেষ দিন আজ বুধবার। নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আয় ব্যয়ের হিসাব দিতে হয়। দলগুলো প্রাথমিক সদস্য ফি, নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি, প্রকাশনা বিক্রি ও ব্যাংক থেকে প্রাপ্ত সুদ থেকে আয় করে।
- বিপিএল : রংপুর রাইডার্সে নাম লেখালেন সাকিব
- দেশে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ছাড়া কোনো ভিআইপি নেই, বাকিরা প্রজাতন্ত্রের চাকর
আর ব্যয় করে কর্মচারীদের বেতন, বোনাস, আপ্যায়ন, সভা-সেমিনার, অফিস ব্যয়, উত্তরণ-পত্রিকা প্রকাশ, ত্রাণ কার্যক্রম, বিভাগীয় ও জেলা জনসভা, সহযোগী সংগঠনের অনুষ্ঠান, সাংগঠনিক ব্যয় এবং অন্যান্য খাতে।