ডেঙ্গু আক্রান্ত পথশিশু ও অস্বচ্ছলদের ফ্রি চিকিৎসা সুবিধা দিতে সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে কি পদক্ষেপ নেয়া হয়েছে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে আগামী ২০ আগস্টের মধ্যে প্রতিবেদন আকারে জানাতে বলেছেন আদালত।
জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে ১ আগস্ট (বৃহস্পতিবার) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. কাজী জাহিদ ইকবাল। সঙ্গে ছিলেন আইনজীবী মো. লুৎফর রহমান (রাসেল), ব্যারিস্টার অনিক আর হক।
এর আগে বুধবার ‘ডেঙ্গু আক্রান্ত পথশিশুটিকে ভর্তি নেয়নি সোহরাওয়ার্দী হাসপাতাল’ শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা যুক্ত করে রিট করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।