ফারহান হত্যা মামলা : তিন জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট

আদালত
ফাইল ছবি

চার বছর আগে চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারাগঞ্জে স্কুল শিক্ষার্থী ফারহান সাকিবকে খুনের মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড এবং এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মুন্সী আবদুল মজিদের আদালত এ রায় দেয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কাজী সরওয়ার উদ্দিন, শহিদুল ইসলাম ও মীর হোসেন। এদের মধ্যে শহিদুল ইসলাম ও মীর হোসেনকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দিয়েছে আদালত। মামলার অন্য আসামি হোসনে মোবারক রুবেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট একেএম সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ২০১৫ সালের ৬ জুন মিরসরাইয়ের জোরারগঞ্জের উত্তর মোবারকঘোনা এলাকায় পূর্ব শক্রতার জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলছাত্র ফারহান সাকিবকে হত্যা করা হয়। এর দায়ে তিন আসামির মৃত্যুদণ্ড ও এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

নিহত ফারহান উপজেলার জোরারগঞ্জের উত্তর মোবারকঘোনা এলাকার মো. নাছির আহম্মদের ছেলে। সে জোরারগঞ্জ জেবি স্কুলের ১০ম শ্রেণির ছাত্র ছিল।

ফারহান হত্যার ঘটনায় তার বড় ভাই শহিদুল ইসলাম রুবেল বাদী হয়ে পাঁচজনকে আসামি করে জোরারগঞ্জ থানায় মামলা করেন।

রায় ঘোষণার পর আদালতে ফারহানের বড় ভাই রুবেল বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট। ভাই হত্যার বিচার পেয়েছি। দ্রুত এ রায় কার্যকর করতে সরকারের প্রতি অনুরোধ জানাই।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে