পুরুষ অভিভাবক কিংবা তাদের অনুমতি ছাড়াই এখন থেকে যেকোনও দেশ ভ্রমণ করতে পারবেন সৌদি আরবের নারীরা।
সৌদি রয়্যাল ডিক্রির (রাজকীয় ফরমান) বরাত দিয়ে শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।
ঘোষিত নতুন নিয়ম অনুযায়ী, ২১ বছরের বেশি বয়সী যেকোনও নারী পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। প্রাপ্তবয়ষ্ক নারীরা পুরুষদের মতো ভ্রমণের অধিকার পাবেন; এক্ষেত্র কোনও বাধা দেওয়ার সুযোগ নেই।
- আরও পড়ুন, বদলে যাচ্ছে ইরানের মুদ্রা
এছাড়া একই সঙ্গে দেশটির নারীদের সন্তান জন্মের নিবন্ধন, বিয়ে ও ডিভোর্সের অনুমতি দিয়েছে রয়্যাল ডিক্রি। নতুন ডিক্রির ফলে এখন থেকে বয়স, লিঙ্গ বা শারীরিক কোনও পতিবন্ধকতার জন্য কাজের সুযোগের ক্ষেত্রে নারী-পুরুষে ভেদ থাকবে না।
সৌদিতে কোনও নারী তার স্বামী, বাবা বা অন্য কোনও পুরুষ অভিভাবক ছাড়া পাসপোর্ট করা কিংবা বিদেশে ভ্রমণের অনুমতি পান না।