আসন্ন ঈদুল আজাহায় ঘরে ফেরা মানুষের জন্য আজ শুক্রবার বিক্রি হচ্ছে ১১ আগস্টের ট্রেনের আগাম টিকিট। গত কয়েকদিনের চেয়ে আজ কমলাপুরে টিকিট প্রত্যাশীদের ভিড় তুলনামূলক কম। তবে কাউন্টারে ধীর গতিতে টিকিট বিক্রি হচ্ছে বলে অভিযোগ টিকিট প্রত্যাশীদের।
আজ শুক্রবার সকাল ৯টায় টিকিট বিক্রির শুরুতে গত কয়েক দিনের তুলনায় টিকিট প্রত্যাশীদের ভিড় কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় যথেষ্ট বেড়েছে।
এবারও কমলাপুর স্টেশন ছাড়াও বিমানবন্দর, বনানী, তেজগাঁও এবং ফুলবাড়িয়া স্টেশন থেকে ট্রেনের অগ্রিম টিকিট দেয়া হচ্ছে।
- আরও পড়ুন, ঈদের তারিখ নির্ধারণে বৈঠক আজ
নন এসি টিকিটের চাহিদা কম থাকলেও এসি টিকিটের চাহিদা আছে আগের মতোই। এসি টিকিট প্রত্যাশী কয়েকজন কাউন্টারের সামনে অবস্থান নেন গত রাত থেকেই।
ঈদের পর রাজধানীতে ফিরতে আগ্রহীদের জন্য ৫ আগস্ট দেয়া হবে ১৪ আগস্টের টিকিট, ৬ আগস্ট ১৫ আগস্টের, ৭ আগস্ট ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের এবং ৯ আগস্ট ১৮ আগস্টের ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট দেয়া হবে।