কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। পৃথক ঘটনায় নিজেদের মধ্যে গোলাগুলিতে একজন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। নিহতরা হলেন- ইমরান মোল্লা, জুনায়েদ, আয়ুব ও মেহেদী।
শনিবার ভোর ৪টার দিকে টেকনাফের নুরুলঘোড়া পাহাড়ে ও শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মেরিন ড্রাইভ সড়কে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাদারীপুরের কালকিনি উপজেলার মাদক ব্যবসায়ী ইমরান মোল্লা এবং টেকনাফের রোহিঙ্গা ডাকাত সর্দার আবদুল হাকিমের সহযোগী জুনায়েদ, আয়ুব, মেহেদী। পুলিশের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস এ তথ্য নিশ্চিত করে জানান, ভোরে জেলার টেকনাফের নুরুলঘোড়া পাহাড়ে ও মেরিন ড্রাইভ সড়কে ডাকাতরা অবস্থান নিয়েছে। এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে সেখানে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাতরা।
এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। পরে গোলাগুলি থেমে গেলে। ঘটনাস্থলে তিনজনের মরদেহ দেখতে পায় পুলিশ। এসময় অন্যরা পালিয়ে যায়।
এদিকে শুক্রবার রাত ২টার দিকে মেরিন ড্রাইভ সড়কের ধজাপাড়া এলাকায় দুদল সন্ত্রাসীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন।
নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।