ঢামেকে ২৪ ঘণ্টায় ভর্তি ৫৪ ডেঙ্গু রোগী

বিশেষ প্রতিবেদক

বিগত কয়েক দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অসংখ্য ডেঙ্গু রোগী আসছিল। রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। তবে আশার কথা হচ্ছে, ঢাকা মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা কমে এসেছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছে ৫৪ জন রোগী। যা এর আগের কয়েক দিনের তুলনায় বেশ কম।

গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত ডেঙ্গু রোগী কমার এ লক্ষণ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার নাসির উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, এ সংখ্যাটি ছাড়িয়ে গিয়েছিল ২০০ এর উপরে। যা এখন কমে আসছে।

এখন পর্যন্ত ঢামেকে সর্বমোট ৬৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৬৭ জন ডেঙ্গু রোগীকে ছাড়পত্র দিয়েছে ঢামেক।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে