টেক্সাসের পর এবার যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের ডেটনে গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহত হয়েছে আরও অনেকে।
তবে হামলায় ঠিক কতজনের হতাহতের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে বলা হয়নি।
ডব্লিউএইচআইও-টিভির বরাত দিয়ে ডেইলি মেইল জানায় ডেটনের ওরেগনে নেড পেপারস বারে এ হামলার ঘটনা ঘটেছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজ ও ছবিতে দেখা যায়, ওই বারের বাইরে জরুরি সেবার গাড়ি ও চিকিৎসকেরা অবস্থান করছেন।
হামলাকারী দুইজনের একজন পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে খবরে বলা হয়েছে। আরেক হামলাকারী পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর হামলায় ২০ জন নিহত হয়েছে। রবিবার টেক্সাসের এল পাসো শহরে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ২৬ জন। এই হামলার কয়েক ঘন্টার মধ্যে দ্বিতীয় এ হামলার ঘটনা ঘটলো বলে খবরে বলা হয়েছে।
তথ্যসূত্র: ডেইলি মিরর, ডব্লিউএইচআইও-টিভি, ডেটন ডেইলি নিউজ।