জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

অমিত শাহ
অমিত শাহ। ফাইল ছবি

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা তুলে নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সোমবার রাজ্যসভায় এ-সংক্রান্ত ঘোষণা দেন। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

universel cardiac hospital

জম্মু ও কাশ্মীরে চলমান উত্তেজনার মধ্যেই বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিলের ঘোষণাটি এল। রাজ্যসভায় এই ঘোষণা আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বাসভবনে মন্ত্রিসভার বৈঠক করেন।

রাজ্যসভায় অমিত শাহ বলেন, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা রদ করা হবে। জম্মু ও কাশ্মীর আর রাজ্য নয়।

ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছিল।

অমিত শাহ জম্মু ও কাশ্মীরকে পুনর্গঠনেরও ঘোষণা দেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে