ডেঙ্গুতে ঢামেকে প্রাণ গেল আরও এক নারীর

ডেস্ক রিপোর্ট

ঢামেক
ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মনোয়ারা বেগম (৭৫) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ঢাকা মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন ১৫ জন।

মঙ্গলবার ভোরে নিবিড় পর্যবেক্ষন কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

universel cardiac hospital

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. নাসির উদ্দিন জানান, মনোয়ারার বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। তিনি মিরপুর ২ নম্বরে থাকতেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

এর আগে শনিবার মনোয়ারাকে ঢামেকের জরুরি বিভাগে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

পরিচালক আরও জানান, কয়েকদিন ধরেই প্রায় প্রতিদিনই ডেঙ্গু রোগীর কেউ না কেউ মারা যাচ্ছেন। মানেয়ারার মৃত্যু নিয়ে ঢামেকে এ পর্যন্ত ১৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে