এবার ডেঙ্গুতে প্রাণ গেল তিতুমীর কলেজের ছাত্র মেহেদীর

ক্যাম্পাস প্রতিবেদক

মেহেদী হাসান
মেহেদী হাসান

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এবার মেহেদী হাসান নামে তিতুমীর সরকারি কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার বিকেলে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মেহেদী তিতুমীর কলেজের অর্থনীতি বিভাগের (২০১০-২০১১) মাস্টার্সের ছাত্র ছিলেন। তিনি আক্কাসুর রহমান আঁখি ছাত্রাবাসের ১০২ নম্বর কক্ষে থাকতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে।

universel cardiac hospital

এক সপ্তাহ ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মেহেদী হাসান তিনদিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি ছিলেন।

ওই হাসপাতালের আইসিইউতে দায়িত্বরত এক নার্স সাংবাদিকদের বলেন, প্লাটিলেট কমে ১৭ হাজারের নিচে চলে এসেছিল মেহেদীর। ডেঙ্গু নিয়ে সোমবার রাত সাড়ে ১২টার দিকে ভর্তি হন মেহেদী।

বুধবার বাদ মাগরিব তিতুমীর কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগরের নিজ গ্রামে মেহেদীর দাফন সম্পন্ন হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে