‘বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে সুষমার অবদান চিরস্মরণীয়’

বিশেষ প্রতিবেদক

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মঙ্গলবার দিবাগত রাতে এক বার্তায় এই তথ্য জানানো হয়।

পবিত্র হজ্ব পালনের জন্য সৌদি আরবে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী এক শোক বার্তায় বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে সুষমা স্বরাজের অবদান বাংলাদেশের জনগণ চিরদিন স্মরণ রাখবে।

ড. মোমেন সুষমা স্বরাজের শোক সন্তপ্ত পরিবার ও ভারতের জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

প্রসঙ্গত, গুরুতর অসুস্থ অবস্থায় মঙ্গলবার রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে ভর্তির পর সুষমা স্বরাজের মৃত্যু হয়। মৃত্যুর আগে এই বিজেপি নেত্রীর বয়স হয়েছিল ৬৭ বছর।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে