‘অতিরিক্ত ভাড়ার বিষয়টি কঠোরভাবে মনিটরিং করছি’

বিশেষ প্রতিবেদক

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের । ফাইল ছবি

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়ার বিষয়টি আমরা কঠোরভাবে মনিটরিং করছি। অতিরিক্ত ভাড়া কোনোভাবেই সহ্য করা হবে না। এখানে ভিজিলেন্স টিম রয়েছে। পুলিশ, র‍্যাব, বিআরটিএ কাজ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার সকালে গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসে তিনি এসব কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, এবারকার ঈদযাত্রায় সড়ক-মহাসড়কে কোনো  সমস্যা নেই। সমস্যা হচ্ছে ফেরিঘাটে। সমস্যা হচ্ছে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে, নদীতে প্রচণ্ড স্রোত। মাওয়া থেকে জাজিরা প্রান্তেও প্রচণ্ড স্রোত। সেখানে মাঝে মাঝে ফেরি বন্ধ হয়ে যায়। নদীর স্রোতের কারণে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। যার কারণে গাড়ি আসতে পারছে না।

মন্ত্রী বলেন, আমরা আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। গতকাল ভারী বর্ষণ ছিল, সিগন্যাল (সতর্ক সংকেত) ছিল, নিম্নচাপের কারণে ঘরমুখো যাত্রা স্বস্তিদায়ক ছিল না। তবে আজ যাত্রা স্বস্তিদায়ক আছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া আর ভারী বর্ষণ না হলে আমার মনে হয় ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। কারণ রাস্তায় কোনো সমস্যা নেই, সমস্যা শুধু ফেরিঘাটে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে