শুক্রবার ইংল্যান্ডের সাউদাম্পটনে টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে হ্যাম্পশায়ারের বিপক্ষে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান সমারসেটের হয়ে খেলা বর্তমান সময়ে পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। তার ব্যাটিং তাণ্ডবের ম্যাচে ২০ ওভারে ৪ উইকেটে ২০২ রানের পাহাড় গড়ে সমারসেট।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষে থাকা ২৪ বছর বয়সী তারকা ক্রিকেটার বাবর মাত্র ৫৫ বল খেলে ৬টি ছক্কা ও সাতটি চারের সাহায্যে ১০২ রান করেন।
এছাড়া ৩৬ বলে ৬টি চার ও দুই ছক্কায় ৫৭ রান করেন ইংল্যান্ডের স্থানীয় ক্রিকেটার টম অ্যাবেল।
- আরও পড়ুন >> ‘মহাসড়কে ধীরগতি থাকলেও তীব্র যানজট নেই’
প্রথম ইনিংসের পর বৃষ্টি হলে হ্যাম্পশায়ারের টার্গেট দাঁড়ায় ডিএল মেথডে ১২.১ ওভারে ১৩৩ রান। টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেটে ৬৯ রান তুলতে সক্ষম হয় হ্যাম্পশায়ার।
বৃষ্টি আইনে ৬৩ রানে জয় পায় সমারসেট। ৫৫ বলে সেঞ্চুরি করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন বাবর আজম।