চীনে ‘লেকিমা’র আঘাতে নিহত ২৮, ঘরছাড়া ১০ লক্ষাধিক

আন্তর্জাতিক ডেস্ক

চীনে ‘লেকিমা’র আঘাতে নিহত ২৮, ঘরছাড়া ১০ লক্ষাধিক
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ছবি: সংগৃহিত

চীনের মূল ভূখণ্ডে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘লেকিমা’। এতে প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরো অর্ধশতাধিক।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এছাড়া এতে ঘরছাড়া হয়েছেন অন্তত ১০ লক্ষাধিক মানুষ। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ঝিজাং প্রদেশের ওনঝু মিউনিসিপ্যালিটিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এলাকাটি ঝড়ের গতিপথে থাকায় শুক্রবার ৯ আগস্ট রাতভর বর্ষণ চলে।

সুপার টাইফুন ‘লেকিমা’ স্থানীয় সময় শনিবার দিনের শুরুতে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানে। এতে উপড়ে গেছে হাজার হাজার গাছপালা। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন কমপক্ষে ১০ লাখ মানুষ।

শক্তিশালী ঝড়টি ঘণ্টায় ১৮৭ কিলোমিটার বেগে ওয়েনলিং শহরে আঘাত হানে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের আনহুই, ফুজিয়ান, জিংসু, ঝিজাংয়ে বন্যা, ভূমিধসের সর্তকতা জারি করা হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে