যুক্তরাজ্যে রবিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন এবং আবহাওয়া ভালো থাকায় প্রবাসীদের আনন্দের মাত্রা ছিল বেশি। লুটন, বার্মিংহাম, ম্যানচেস্টার, কার্ডিফেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকায় ঈদের আমেজ ছিল বাংলাদেশের মতোই।
লন্ডনে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় পূর্ব লন্ডনের ইস্ট লন্ডন মসজিদে। পর পর পাঁচটি জামাতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় ত্রিশ হাজার মুসলমান এখানে ঈদের নামাজ পড়েন। বেশ কয়েকটি খোলা মাঠেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। যুক্তরাজ্যে সাপ্তাহিক ছুটির দিনে ঈদ হওয়ায় নামাজ শেষে তাড়াহুড়ো করে কর্মস্থলে যাওয়ার ব্যস্ততা ছিল না। তাই উদযাপন পেয়েছে বাড়তি মাত্রা। দেশের মত কোরবানি করার সুযোগ না থাকায় অনেকেই স্মৃতিকাতর হয়ে পড়েন।
- আরও পড়ুন >> ৪১ হাজার ছাড়াল ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী
ঈদ শুভেচ্ছা বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রিটেনের উন্নয়নে মুসলিম সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন।