ইসরাইলের হামলায় আল আকসায় ঈদ জামাতে আহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের হামলায় আল আকসায় ঈদ জামাতে আহত ১৪
আল আকসায় ইসরাইলের হামলা

ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত ইসলামের প্রথম কেবলা হিসেবে পরিচিত পবিত্র আল আকসা মসজিদে গত রোববার ঈদুল আজহার নামাজের সময় মুসল্লিদের ওপর অতর্কিতে হামলা চালায় ইহুদিবাদী দেশ ইসরাইলের সেনা সদস্যরা।

এই হামলায় কমপক্ষে ১৪ ফিলিস্তিনি আহত হয়েছেন। এদিন লক্ষাধিক মুসল্লি আল আকসায় ঈদ জামাতে শামিল হলে ইসরাইলি বাহিনী তাদের ওপর টিয়ার গ্যাসও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। খবর আরব নিউজের।

universel cardiac hospital

ইসরাইলি কর্তৃপক্ষ মসজিদ প্রাঙ্গণে উগ্রবাদী ইহুদিদের ঢুকার অনুমতি দেয়ার পর থেকেই এখানে সংঘর্ষ নিত্যনৈমিতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।

কট্টরপন্থী ইহুদীরা চাচ্ছে পবিত্র এ মসজিদ ভেঙে এখানে একটি সিনাগগ নির্মাণ করতে। তাদের এ উসকানিমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা।

মসজিদের জর্ডান বংশোদ্ভূত ইমাম খলিল আশালি বলেন, ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের পর থেকে পবিত্র এ মসজিদটি অবরোধ করে রেখেছে ইসরাইলি বাহিনী। তখন থেকেই মসল্লিদের ওপর বর্বরতা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে