কাশ্মীর ইস্যুতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

কাশ্মীর ইস্যুতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান
প্রতীকী ছবি

কাশ্মীর থেকে বিশ্বের নজর ঘোরাতে ভারত ‘যুদ্ধের মতো পরিস্থিতি’ তৈরি করতে পারে বলে অভিযোগ করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এবার যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে পাকিস্তানও।

অতিরিক্ত সেনা মোতায়েনের পাশাপাশি ভারী যুদ্ধাস্ত্রবাহী বিমান ও কপ্টারে করে সীমান্তে ট্যাংক মোতায়েন করছে পাকিস্তান।

universel cardiac hospital

দুই পরমাণু শক্তিধর দেশের সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন, পাকিস্তানি সাংবাদিক হামিদ মির। এক টুইটে তাঁর দাবি, পাক অধিকৃত কাশ্মীরে নিজের সূত্র মারফৎ এই খবর জানতে পেরেছেন তিনি।

গেল ৫ আগস্ট জম্মু-কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে রাজ্যকে কেন্দ্রশাসিত ঘোষণা করে মোদি সরকার।

এরপর থেকেই ভারতের সঙ্গে সব কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।

দুই পড়শির মধ্যে এখনই পুরোপুরি যুদ্ধ না হলেও ছোটখাটো সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞেরা।

তবে ভারতীয় কূটনীতিকদের একাংশের মতে, ভারতের সঙ্গে যুদ্ধ বাধতে চলেছে এমন একটা ছবি তুলে ধরে পাকিস্তান আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চাওয়ার প্রস্তুতি নিচ্ছে। যদিও ভারত সেটা সফল হতে দিতে চায় না।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে