বঙ্গবন্ধুকে নিবেদিত মোহাম্মদ সজিবুল হুদার কবিতা

সাহিত্য ডেস্ক

বঙ্গবন্ধু
ফাইল ছবি

তুমি চির অম্লান

বঙ্গবন্ধু বাংলার চির উন্নত প্রাণ
বাংলার মুক্ত আলো-বাতাসে বেড়ে ওঠা
প্রতিটি প্রাণের স্পন্দন আজো গায়,
নিরীহ বাংলা মায়ের বুকে চেপে বসা
নিরন্তর ধ্বংসলীলায় মত্ত,
পাকিস্তানি হিংস্র প্রেতাত্মা নিধনে
তোমার নির্ভীক, আপোষহীন
সংগ্রামের জয়গান।

তুমি ফুটিয়েছিলে নিপীড়িত বাঙালির কণ্ঠে
প্রতিবাদ আর অধিকার আদায়ের ভাষা,
যার অমেয় উদ্যমে পদদলিত করে তাঁরা
পাকিস্তানি হায়নাদের শোষণ-ত্রাসন;
বহু দাম্ভিকতার স্পর্ধা।

বঙ্গবন্ধু তুমি সব যুগের শ্রেষ্ঠ নেতা
পরাধীন জাতির মুক্তির অগ্রদূত,
বাংলা ও বাঙালির জন্যে
বিসর্জন দিয়েছ নিজের সুখ।

তুমি বাংলার পূর্ব দিগন্তে অজস্র পাখির
হৃদয়স্পর্শী আহ্বানে জেগে ওঠা লাল সূর্য,
লাখো বাঙালির কণ্ঠে জীবন জয়ের ধ্বনি
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ,
অসীম সাহস সঞ্চারে তুমি প্রেরণার বাতিঘর,
কোটি বাঙালির হৃদয় মন্দিরে
তোমার স্মৃতি আজো চির জাগ্রত।

লেখক: সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে