রাজাকার বিএনপি-জামায়াত জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।
শনিবার দুপুর ১টার দিকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ১৫ আগস্ট জাতীয় শোকদিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বিএনপির জন্মই অবৈধভাবে রক্তের ওপর দিয়ে। এ রাজাকারের দলের নেতারা সরকারের সাফল্যের গুণগান না করে শুধু সমালোচনা করতে ব্যস্ত। এরা দেশের উন্নয়ন চায় না।
তিনি বলেন, রাজাকার বিএনপি-জামায়াত জনগণকে বিভ্রান্ত করছে। তারা সরকারের সাফল্য দেখে না। এদের চোখ কানা। তারা গড়তে জানে না। এ রাজাকার শক্তি শুধু ভাঙতে জানে। এজন্য তারা রেললাইন উপড়ে ফেলে। এদের প্রতিরোধ করার জন্য জনগণকে সজাগ থাকতে হবে।
সভায় সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন। রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে।