ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামনিয়ম জয়শঙ্কর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে আগামী মঙ্গলবার ঢাকায় আসছেন।
ভারতের গণমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জয়শঙ্করের এই দু’দিনের সফরে অবৈধ অভিবাসন, যোগাযোগ, রোহিঙ্গা সংকটের পাশাপাশি তিস্তার পানি বণ্টনসহ ৫৪ নদীর পানি বণ্টনের বিষয়গুলো প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছিলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ‘শুভেচ্ছা সফরে’ বাংলাদেশে আসবেন।
সম্প্রতি নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে জয়শঙ্করের বৈঠক হয়। তার আগে তাজিকিস্তানে অনুষ্ঠিত ৫ম সিআইসিএ সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে আলাপ হয়।