ঈদযাত্রায় দুর্ঘটনায় নিহত ২৫৩: যাত্রী কল্যাণ সমিতি

মত ও পথ রিপোর্ট

যাত্রী কল্যাণ সমিতি
ফাইল ছবি

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, এবারের ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে বেশ কিছু দুর্ঘটনার ঘটনা ঘটেছে। দুর্ঘটনাগুলোতে মোট ২৫৩ জনের প্রাণহানী ঘটেছে।

১৮ আগস্ট (রবিবার) রাজধানীর ডিআরইউ সাগর-রুনি মিলনায়তনে ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০১৯ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার সড়ক, রেল ও নৌ পথে সম্মিলিতভাবে ২৪৪টি দুর্ঘটনায় ২৫৩ জন নিহত ও ৯০৮ জন আহত হয়েছেন।

ঈদের আগে ও পরে ১২ দিনে এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

দুর্ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সড়কপথে। এতে ২০৩টি দুর্ঘটনায় ২২৪ জন নিহত, ৮৬৬ জন আহত হন বলে তথ্য প্রকাশ করেছে যাত্রী কল্যাণ সমিতি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে