রাঙামাটিতে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত

ডেস্ক রিপোর্ট

সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত
ফাইল ছবি

পার্বত্য জেলা রাঙামাটিতে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ে সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। তার নাম নাসিম (১৯)।

আজ রোববার সন্ধ্যায় চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে সেনাবাহিনী।

universel cardiac hospital

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী গণমাধ্যমকে জানান, রোববার সকাল ১০টার দিকে রাঙামাটি রিজিয়নের রাজস্থলী আর্মি ক্যাম্প থেকে চার কিলোমিটার দক্ষিণে পোয়াইতুমুখ নামক এলাকায় সন্ত্রাসীরা সেনাবাহিনীর একটি টহল দলের উপর গুলি শুরু করে। সেনাবাহিনীর পাল্টা জবাব দেয়।

এ সময় সৈনিক নাসিম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিক হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।

রেজাউল করিম আরও বলেন, বর্তমানে ওই স্থানে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এলাকার নিরাপত্তা ব্যবস্থা সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন আছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে