হালদা দূষণের দায়ে এশিয়ান পেপার মিলের উৎপাদন বন্ধের নির্দেশ

ডেস্ক রিপোর্ট

এশিয়ান পেপার মিল
এশিয়ান পেপার মিল

বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটি থাকায় চট্টগ্রামের হাটহাজারীর এশিয়ান পেপার মিলস লিমিটেডকে উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদফতর।

১৮ আগস্ট (রোববার) দুপুরে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম কার্যালয়ে শুনানি শেষে এ আদেশ দেন অধিদফতরের পরিচালক আজাদুর রহমান মল্লিক।

বিষয়টি নিশ্চিত করে অধিদফতরের পরিচালক আজাদুর রহমান মল্লিক জানান, স্থানীয় সূত্রে খবর পেয়ে গত ১৪ আগস্ট পরিবেশ অধিদফতরের একটি টিম হাটহাজারীর এশিয়ান পেপার মিলস (প্রা.) লিমিটেডের কারখানা সরেজমিন পরিদর্শন করে। সেখানে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি সন্তোষজনক নয়। আজ প্রতিষ্ঠানটিকে শুনানিতে অংশ নেয়ার জন্য আহ্বান জানানো হয়। শুনানি শেষে কারখানাটিকে উৎপাদন বন্ধের নির্দেশ দেয়া হয়।

তিনি জানান, সরেজমিন পরিদর্শনে বাইপাসের মাধ্যমে তরল বর্জ্য অপসারণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। শুনানিতে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, ইটিপির ত্রুটি সংশোধন করে সার্বক্ষণিক ও কার্যকরভাবে চালুর পদক্ষেপ নেয়াসহ যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে। এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা না নেয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ রাখতে হবে।

এর আগে ১১ আগস্ট দিবাগত রাত ১১টার দিকে এশিয়ান পেপার মিলের ছাড়া ময়লা পানির নমুনা নিয়েছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

এশিয়ান পেপার মিল যে রাতের আঁধারেই ময়লা পানি ছেড়ে দেয় হালদায়— এর স্পষ্ট প্রমাণ মিলেছে ইউএনওর সরেজমিন পরিদর্শনে।

দেখা গেছে, ঈদে মানুষের ব্যস্ততার সুযোগে পানি ছেড়ে দেয় এশিয়ান পেপার মিল। সংগৃহীত নমুনা পরিবেশ অধিদফতরে পাঠান ইউএনও রুহুল আমিন।

এর আগে গত ৩০ মে দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা দূষণের অভিযোগে হাটহাজারীর এশিয়ান পেপার মিলের বিরুদ্ধে মামলার নির্দেশ দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে