অপ্রতিরোধ্য হয়ে উঠেছে লিভারপুল। বলতে গেলে ইয়ুর্গেন ক্লুপ দায়িত্ব নেয়ার পর থেকে ফর্মের তুঙ্গে আছে দলটি। একের পর এক রেকর্ড করে যাচ্ছেন মোহামেদ সালাহরা।
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জয় করে ইংলিশ প্রিমিয়ার লিগে রানার্সআপ হন তারা। এবার নতুন একটি রেকর্ড স্পর্শ করলেন অলরেডরা। তা হলো- লিভারপুলের ইতিহাসে টানা ১১ ম্যাচ জয়ের রেকর্ডে ভাগ বসালেন ইয়ুর্গেন ক্লুপের শিষ্যরা।
১৭ আগস্ট (শনিবার) অ্যাওয়ে ম্যাচে সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে এ রেকর্ড গড়ে লিভারপুল। সেই সঙ্গে লিগ টেবিলের শীর্ষে উঠে গেল দলটি।
আগের ম্যাচের মতো শনিবারও নিজের দক্ষতা দেখিয়েছেন অনিয়মিত স্প্যানিশ গোলরক্ষক আদ্রিয়ান। ম্যাচের ২২ মিনিটে দারুণ দক্ষতায় গোল বাঁচিয়ে লিভারপুলকে রক্ষা করেন তিনি।
প্রথমার্ধের পুরো ৪৫ মিনিট গোলের দেখা পায়নি কোনো দলই। তবে ইনজুরি টাইমে লিড নেয় লিভারপুল। ৪৬ মিনিটে ডি-বক্সের বাঁ-দিকে মিলনারের পাস থেকে বল পেয়ে গোল করেন সাদিও মানে।
- আরও পড়ুন >> কাশ্মীরিদের দমন করতে ৪ দফা নীলনকশা!
দ্বিতীয়ার্ধে নেমে অনেকটা গোলশূন্য থাকে দুই দলই। ম্যাচের ৭১ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোর দুর্দান্ত গোলে ব্যবধান বাড়ায় লিভারপুল। এবারও গোল করতে অবদান রাখেন সেনেগাল ফরোর্য়াড সাদিও মানে।
তার পাস থেকে বল পেয়ে ডি-বক্সে ডিফেন্ডারকে কাটিয়ে জোরাল শটে সাউদাম্পটনের লক্ষ্যভেদ করেন ফিরমিনো। ২-০ তে এগিয়ে যান অলরেডরা।
তবে ৮৩ মিনিটে গিয়ে ব্যবধান কমিয়ে আনে সাউদাম্পটন। ব্যাক পাস থেকে বল পেয়ে গোল করেন ড্যানি ইঙ্গস। এর তিন মিনিট পরই সমতা ফেরানোর দারুণ একটা সুযোগ পান ইঙ্গস। তবে তা হাতছাড়া করায় আর খেলায় ফিরতে পারেনি সাউদাম্পটন।
এক গোল পিছিয়ে থেকেই খেলার সমাপ্তি ঘটে। সেই সঙ্গে টানা ১১ ম্যাচ জয়ের রেকর্ড গড়ে লিভারপুল।