সদ্য শেষ হওয়া বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলেন সাকিব আল হাসান। বিশ্বকাপে ব্যাট হাতে ৬০৬ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে শিকার করেন ১১ উইকেট। বিশ্বসেরা এ অলরাউন্ডার আইপিএলে দীর্ঘদিন ধরেই খেলে আসছেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২০ সালের আসরে নতুন দুটি দল অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই নতুন দুই দলের যে কোনো একটির অধিনায়ক হতে পারেন বাংলাদেশের সাকিব আল হাসান।
এ ব্যাপারে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় স্পোর্টসভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকট্রেকার।
খবরে বলা হয়, অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানসহ পাঁচজন তারকা ক্রিকেটার।
গত কয়েক আসরে আইপিএলে ৮টি দল অংশ নেয়। তবে ২০১১ সালে কচি তুসকার কেরালা ও পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়াসহ মোট ১০টি দল অংশ নিয়েছিল।
আসন্ন আইপিএলেও ১০টি দল অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে। নতুন দুটি দল অংশ নিলে দুই দলের জন্য দুইজন অধিনায়কও প্রয়োজন হবে। নতুন দুই দলের সম্ভাব্য অধিনায়ক হওয়ার তালিকায় ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইয়ন মরগানের সঙ্গে আলোচনায় আছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।
নতুন দুই দলের সম্ভাব্য অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন ভারতীয় টেস্ট ব্যাটসম্যান করুন নায়ার। কলকাতা নাইট রাইডার্সের হয়ে দীর্ঘদিন ধরে খেলা ওপেনার রবিন উথাপ্পা। আইপিএলে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলা ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার পার্থিব প্যাটেলও আছেন।